ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৫

বাংলাদশে থকেে শুরু রয়িলেমি সি সভেন্টেনিরে গ্লোবাল লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদশে থকেে শুরু রয়িলেমি সি সভেন্টেনিরে গ্লোবাল লঞ্চ

বশ্বিরে দ্রুততম র্বধনশীল র্স্মাটফোন ব্র্যান্ড রযি়লেমি ২১ সপ্টেম্বের, ২০২০ এ তাদরে সি সরিজিরে প্রথম মডি লভেলে র্স্মাটফোন– রয়িলেমি সি সভেন্টেনি বশ্বিব্যপী লঞ্চ করছ।ে সি সরিজিরে মডি লভেলে প্রমিয়িাম র্স্মাটফোন সি সভেন্টেনিরে গ্লোবাল লঞ্চ বাংলাদশে থকেে শুরু হচ্ছ।ে রয়িলেমি সি সভেন্টেনিে থাকছে ৯০ র্হাটজরে আলট্রা স্মুথ ডসিপ্ল।ে  

টকে ট্রন্ডেি ব্র্যান্ড হসিবেে রয়িলেমি এরই মধ্যে স্টাইলশি ডজিাইন, দারুণ পারফরমন্সেরে র্স্মাটফোন বাজারে এনে তরুণ প্রজন্মরে কাছ থকেে ব্যাপক প্রশংসা র্অজন করছে।ে রয়িলেমি সি সরিজিরে প্রথম মডি-লভেলে র্স্মাটফোন রয়িলেমি সি সভেন্টেনি। র্বতমানে সি সরিজিরে বশ্বিব্যাপী ব্যবহারকারী সংখ্যা ১.৩২ কোটি ছাড়য়িছে।ে এ সরিজিরে র্স্মাটফোনগুলোতে সবসময়ই শক্তরি সাথে শলৈীর মলেবন্ধন আনছে টকে-ট্রন্ডেসটোর ব্র্যান্ড রয়িলেম।ি ফ্ল্যাগশপি ফচিার সম্পন্ন নতুন ফোনটি আর্কষণীয় মূল্যে লঞ্চ করা হব।ে র্স্মাটফোনটতিে ৯০ র্হাটজ আলট্রা স্মুথ ডসিপ্লরে পাশাপাশি ব্যবহার করা হয়ছেে বশ্বিরে প্রথম ১১ ন্যানোমটিাররে শক্তশিালী স্ন্যাপড্রাগন ৪০০ সরিজিরে চপিসটে, যা ব্যবহারকারীর চাহদিা অনুযায়ী র্কমক্ষমতা প্রদান করব।ে 

নতুন এই র্স্মাটফোনটতিে বভিন্নি কন্টন্টে দখোর আনন্দ পতেে থাকছে ৬ ইঞ্চরি থকেওে বড় ডসিপ্ল,ে যার মাঝইে সুন্দরভাবে ফ্রন্ট ক্যামরো স্থাপন করা হয়ছে।ে ফোনটতিে ডসিপ্লতেে থাকছে অসাধারণ রফ্রিশে রটে, শক্তশিালী ব্যাটারি সাথে র্ফাস্ট র্চাজ । ফোনটতিে এআই কোয়াড ক্যামরো দয়িে নখিুঁত ডটিইেলে ও বভিন্নি মোডে অনন্য সব ছবি তোলা যাব।ে এআই ফ্রন্ট ক্যামরোয় থাকবে এআই বউিটি মোড, যাতে তোলা যাবে ঝকঝকে সলেফ।ি তাছাড়া, উভয় ক্যামরোতইে ১০৮০ পক্সিলেে ভডিওি ধারণ করা যাব।ে  

এ প্রসঙ্গে রযি়লেমি বাংলাদশেরে কান্ট্রি ম্যানজোর টমি শাও বলনে, "মাত্র কয়কে মাস আগে বাংলাদশেে র্কাযক্রম শুরু করার পর থকেে আমরা এখানরে ক্রর্মধমান তরুণ গ্রাহকদরে কাছ থকেে প্রচুর ভালোবাসা পাচ্ছ।ি বাংলাদশে র্বতমানে এশযি়ার অন্যতম গুরুত্বর্পূণ বাজার, এবং এখানে আমরা আমাদরে পণ্যরে চাহদিার ক্রমাগত বৃদ্ধি লক্ষ্য করছে।ি আমরা অত্যন্ত আত্মবশ্বিাসী যে আমাদরে আগরে র্স্মাটফোনগুলো যে পরমিাণ ভালোবাসা পযে়ছেে রয়িলেমি সি সভেন্টেনিও একই পরমিাণ ভালোবাসা পাব।ে" 

মাত্র দুই বছর আগে র্স্মাটফোনরে বাজারে আবর্ভিাবরে পর রয়িলেমি দ্রুততার সাথে প্রযুক্তপ্রিমেী তরুণদরে জন্য একটি আইকনকি ব্র্যান্ড হয়ে উঠছে।ে এরপর থকেে আর্কষণীয় মূল্যে রয়িলেমি শক্তশিালী র্স্মাটফোন এবং নানান এআইওটি পণ্য বাজারে নয়িে এসছে।ে বহুমুখী ডভিাইসরে এনে রয়িলেমি র্বতমানে ৬১টি বাজারে পৌঁছছেে এবং বশ্বিব্যাপী সাড়ে ৪ কোটি ব্যবহারকারীর হাতে চলে গছে।ে সবার প্রত্যাশার থকেওে উন্নতমানরে উদ্ভাবনী সব পণ্য বাজারে আনার প্রতশ্রিুতি দয়িে রয়িলেমি প্রতি বছরে ১০ কোটি র্স্মাটফোন বক্রিরি লক্ষ্যমাত্রায় পৌঁছতে বদ্ধপরকির। -শষে- রয়িলেমঃি  

ই-কর্মাসরে বস্তিৃত প্রক্ষোপটে দৃঢ় পারফরমন্সে এবং ট্রন্ডেি ডজিাইন সরবরাহকারী ডভিাইস হসিবেে নজিকেে প্রতষ্ঠিতি করে ২০১৮ সালরে মে মাসে রযি়লেমি প্রতষ্ঠিতি হয়ছেলি। রযি়লেমরি বভিন্নি পণ্য প্রর্বতনরে সাথে সাথে তাদরে ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি র্অজন করছে।ে ভারতে রয়িলেমি দীপাবলরি সময় ৩ দনিরে মধ্যে ১ মলিযি়ন মোবাইল ফোন বক্রিি রর্কেড গড়ছেলি। রযি়লেমি দক্ষণি-র্পূব এশযি়ার লাজাদার বক্রিরি রর্কেডও ভঙেে এই প্ল্যাটর্ফমরে মোবাইল ফোন বভিাগে ১ নম্বর ব্র্যান্ডে পরণিত হয়ছেলি। চীন, ভারত, ইন্দোনশেযি়া, ভযি়তেনাম, থাইল্যান্ড, মালয়শেযি়া, পাকস্তিান, মশির ইত্যাদরি মতো খুব অল্প সময়রে মধ্যইে রযি়লেমে ২০টরিও বশেি দশেরে বাজারে প্রবশে করছে।ে ফব্রেুয়ারি ২০২০, রযি়লেমি বাংলাদশেরে বাজারে প্রবশে করছে।ে রযি়লেমি শক্তশিালী পারফরম্যান্স, আড়ম্বরর্পূণ ডজিাইন, আন্তরকি পরষিবোগুলো সরবরাহ এবং র্স্মাটফোনরে আরও সম্ভাবনা অন্বষেণ করতে প্রতশ্রিুতবিদ্ধ। 

উপরে