ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৮ জুলাই, ২০২০ ১১:১৭

রূপায়ণ স্বপ্ন নিলয়ে জিমনেশিয়াম উদ্বোধন

অনলাইন ডেস্ক
রূপায়ণ স্বপ্ন নিলয়ে জিমনেশিয়াম উদ্বোধন

রবিবার দেশের অন্যতম কন্ডোমিনিয়াম রূপায়ণ স্বপ্ন নিলয়ে অত্যাধুনিক জিমনেশিয়াম উদ্বোধন করা হয়। প্রজেক্টে বসবাসকারীদের সু-স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এবং একটি সত্যিকারের সফল কন্ডোমিনিয়াম প্রকল্পের পূর্বশর্ত হিসেবে এই জিমনেশিয়ামটি স্থাপন করা হয়।

জিমনেশিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল, রূপায়ণ স্বপ্ন নিলয় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েসশন এর উপদেষ্টা এম মাহবুব আলম এবং প্রেসিডেন্ট রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, পরিচালক (নির্মাণ) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম এবং রূপায়ণ স্বপ্ন নিলয় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, সেক্রেটারি কাজী আরিফুর রহমান ও নির্বাহী সদস্য মেহেদী হাসান রাজিম।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুলের বিপরীতে ৮৫ কাঠা জমির ওপর নির্মিত রূপায়ণ স্বপ্ন নিলয়।দুটি বেজমেন্টসহ ১৪তলা বিশিষ্ট রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও একটি কমিউনিটি বিল্ডিং নিয়ে নির্মিত এই কন্ডোমিনিয়ামে জীবন-যাপনের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন বসবাসকারীরা।এখানে ১৩০টি অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই পাবেন, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেম কক্ষ এবং নামাজ কক্ষের সুবিধা।চারটি ভবনের প্রতিটিতে একটি করে রিসেপশন লাউঞ্চ রয়েছে।আছে বাচ্চাদের জন্য খেলার মাঠ, সুসজ্জিত ফাউন্টেন এবং ল্যান্ড স্কেপিং।

এ ছাড়া পুরো কন্ডোমিনিয়ামের চারপাশেই রয়েছে জগিং ট্র্যাক। অত্যাধুনিক লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, গভীর নলকূপসহ প্রত্যেকটি ভবনের ওপরে রয়েছে রুফ টপ গার্ডেনিং। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্প বুঝে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গ্রাহকরা।

নয়নাভিরাম ডিজাইন ও অনবদ্য নির্মাণ শৈলী রূপায়ণ স্বপ্ন নিলয়কে করেছে সবার থেকে আলাদা।সর্বোচ্চ মানের সেবা দিয়ে গ্রাহকের বিশ্বাস ও নির্ভরযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে রূপায়ণের এই প্রজেক্ট।যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

 

উপরে