বাংলাদেশ বিশ্বের ১৪৩ তম ধনী দেশ
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া তথ্যমতে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন ২০২০ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
১৯১টি দেশের মাঝে এই তালিকায় বাংলাদেশের অবস্থান পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার নিয়ে ১৪৩তম। এই তালিকামতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান। পিপিপি জিডিপি ৮ হাজার ৩৭৮ ডলার নিয়ে ১২৪তম অবস্থানে আছে ভারত। আর ৫ হাজার ৮৭২ ডলার পিপিপি জিডিপি নিয়ে পাকিস্তান আছে ১৩৮ তম অবস্থানে।